কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার পলাতক আসামি ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশ কালিয়া পাড়ায় মেরিন ড্রাইভ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিল মোহাম্মদ দিলুর বিরুদ্ধে তিনটি মাদক, দুটি অস্ত্র ও পুলিশের ওপর হামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। নিহত দিল মোহাম্মদ দিলু টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত মকবুল আহমেদ প্রকাশ পুতুর ছেলে। ওসি প্রদীপ কুমার দাশ জানান, গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশের একটি টিম দিল মোহাম্মদ দিলুকে আটক করেন। দিল মোহাম্মদ দিলুর স্বীকারোক্তি মতে তাঁকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে মেরিন ড্রাইভ এলাকার একটি পরিত্যক্ত হ্যাঁচারিতে যায় পুলিশ। এ সময় দিল মোহাম্মদের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। ওই সময় পালাতে গিয়ে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন দিল মোহাম্মদ দিলু। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওসি জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, এসআই বাবুল, এএআসই সনজিত দত্ত, কনস্টেবল ইব্রাহীম। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৬টি বন্দুক (এলজি), ১৩ টি তাজা কার্তুজ ও সাত হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...