সাইদুল ইসলাম, লন্ডন : শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে শোক বার্তা লন্ডনস্থ শ্রীলঙ্কান হাইকমিশনে পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল ।প্রতিনিধি দলে অপর সদস্য ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের বিশেষ উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ।মাহিদুর রহমান মঙ্গলবার আমাদের সময় ডটকমকে জানান, শোক বার্তায় বর্বরোচিত এই সন্ত্রাসী ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি বিএনপি গভীর শোক এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে।লন্ডনস্থ শ্রীলঙ্কান হাইকমিশনে বিএনপির দুই সদসের প্রতিনিধি দলের কাছ থেকে শোক বার্তাটি গ্রহণ করেন হাইকমিশনের সিনিয়র কূটনীতিক এন এল এ হালিম ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...