যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন নিউ মেক্সিকো মিলিশিয়া গ্রুপের এক সন্দেহভাজন নেতা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এ কথা বলেছে। সম্প্রতি ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওবামাসহ হিলারি ক্লিনটন ও ধনকুবের জর্জ সরোসকেও হত্যার পরিকল্পনা করেছিলেন ৬৯ বছর বয়সী ল্যারি মিচেল হপকিনস। এফবিআই বলেছে, তাদের কাছে এ ধরনের তথ্য রয়েছে।সন্দেহভাজন হামলাকারী আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটি এ সপ্তাহে প্রকাশ করা হয়েছে। তিনি কবে এ কথা বলেছেন, সেটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। তবে হপকিনসের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গত সোমবার হপকিনসকে নিউ মেক্সিকোর একটি আদালতে উপস্থাপন করা হয়েছে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়েছে। তাকে গত শনিবার আটক করা হয়েছে। এর আগে নিউ মেক্সিকোর সীমান্তে মরুভূমিতে তার দল বেশ কিছু অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছিল। ২০১৭ সালে এফবিআই এ দলটি সম্পর্কে অবগত হয়। তখন এফবিআই জানতে পারে যে ইউনাইটেড কনস্টিটিউশনাল প্যাট্রিয়ট নামের সংগঠনটি হপকিনসের বাড়ির বাইরে থেকে কর্মকা- পরিচালনা করছে। তাদের ২০ জন সদস্য আছে। তাদের কাছে একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র থাকার খবর আসে এফবিআইয়ের কাছে। এফবিআইয়ের বিশেষ এজেন্ট ডেভিড গ্যাব্রিয়েল আদালতে যে অ্যাফিডেভিট দাখিল করেছেন, সেখানে বলা হয়েছে, হপকিনস বক্তব্য দিয়েছে যে, ইউনাইটেড কনস্টিটিউশনাল প্যাট্রিয়ট প্রশিক্ষণ দিচ্ছিল জর্জ সরোস, হিলারি ক্লিনটন ও বারাক ওবামাকে হত্যা করার জন্য।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...