চাঁদপুরের হাইমচর উপজেলায় আসামি ধরতে গিয়ে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি ফাঁকাগুলি ছোড়ে।গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ সংঘর্ষের পর থেকে পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন। মোশারফের বাড়ি চট্টগ্রামের শীতাকুন্ড উপজেলার বারবকুন্ড এলাকার মিজিপাড়ায়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, হাইমচরের চরকোড়ালিয়ায় গতকাল রাতে ট্রলারযোগে পরোয়ানাভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। পথিমধ্যে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা তাদের হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও পুলিশ সদস্য মোশারফ নিখোঁজ হন। তারপর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ নদীতে খোঁজ করলেও এখনো মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি।নিখোঁজ মোশারফের স্ত্রী শামীমা আক্তার জানান, গতকাল রাত সাড়ে ৭টায় অভিযানে যোগ দিতে বাসা থেকে বের হন মোশারফ। এরপর রাত ২টার দিকে বাসায় খবর দেওয়া হয়, মোশারফকে পাওয়া যাচ্ছে না। স্বামীকে যেভাবেই হোক খুঁজে বের করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। চাঁদপুর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। কিন্তু দুপুর পর্যন্ত কোথাও পুলিশ সদস্যের হদিস পাওয়া যায়নি। শুধু তাই নয়, কোথায় নিখোঁজ হয়েছেন, সে স্থানটিও শনাক্ত করা যায়নি।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...