কদিন আগেই কোনো কারণ না জানিয়ে ক্রিকেট থেকে বিশ্রামে গিয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন বিশ্বকাপ দলেও। এবার বেরিয়ে এলো এক ভয়ংকর তথ্য। ডোপ টেস্টে প্রমাণিত হয়ে নিষিদ্ধ হয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ড্রাগ পলিসির পরীক্ষায় প্রমাণিত হয়ে ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর নিশ্চিত করেছে। ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণার সময় এই পরীক্ষা হলে হেলস বাদ পড়ে যেতেন স্কোয়াড থেকেই। এই ওপেনারের চুল পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তিনি গেল সপ্তাহে রিক্রিয়েশনাল ড্রাগ নিয়েছেন। এটি এক সপ্তাহ আগে জানা গেলে হেলসের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া অনিশ্চয়তার মধ্যে চলে যেত। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞার মুখে পড়েছেন হেলস। তবে ইসিবি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...