চলচ্চিত্রের ভরসা এখন ঈদ

অনেকদিন যাবতই চলচ্চিত্রে দুর্দিন যাচ্ছে, যা চলতি বছর ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। এখন নিয়মিতভাবে সিনেমা প্রদর্শনের জন্য মাত্র ১৭৪টি সিনেমা হল চালু আছে। যেখানে গত বছর ঈদেও ৩০০-এর বেশি সিনেমা হলে ছবি চলেছে। অথচ বছরের দুই ঈদকে ঘিরেই দেশের চলচ্চিত্রশিল্প বেশি চাঙা থাকে। এবার তা হলে কী হবে? প্রদর্শক সমিতি বলছে, উৎসবকে কেন্দ্র করে দুএকটি হল খোলা হয়। ধারণা করা হচ্ছে এ বছর ঈদে সব মিলিয়ে হলের সংখ্যা হবে ২০০। যদিও রোজার ঈদের এখনো দেড় মাস বাকি। তবুও এ হল ঘিরেই এরই মধ্যে শুরু হয়েছে ঈদের ছবির তোড়জোড়। কারণ চলচ্চিত্রের একমাত্র ভরসা এখন ঈদ। একটি সূত্র বলছে, রোজার ঈদে ৮টি ছবি মুক্তি পেতে পারে। শোনা যাচ্ছে, এর মধ্যে তিনটি ছবিই শাকিব খান অভিনীত। এগুলো হলোÑ ‘পাসওয়ার্ড’, ‘শাহেনশাহ’ এবং ‘নোলক’। বাকি ছবিগুলোর মধ্যে আছেÑ রোশান ও ববি হক অভিনীত ‘বেপরোয়া’, তারিক আনাম খান ও স্পর্শিয়া অভিনীত ‘আবার বসন্ত’, মাহিয়া মাহি অভিনীত ‘অবতার’, জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ ও নবাগত শান্ত খান-নেহা আমান্তি (কলকাতা) অভিনীত ‘প্রেমচোর’। এখন পর্যন্ত পাঁচটি ছবি মুক্তির বিষয় চূড়ান্ত করেছে ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান। ছবি পাঁচটি হলোÑ শাকিব ও বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’, শাকিব ও ববি হক অভিনীত ‘নোলক’, ‘প্রেমচোর’, ‘বেপরোয়া’ এবং ‘আবার বসন্ত’। এর মধ্যে ‘নোলক’, ‘বেপরোয়া’ এবং ‘আবার বসন্ত’-এর সেন্সরও হয়ে গেছে। যদিও ‘নোলক’- এর সেন্সর নিয়ে শুরু হয়েছে জটিলতা। প্রযোজক সাকিব ইরতেজা সনেট জানিয়েছেন, ছবিটি সেন্সর পেয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে ছবিটি দেখেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সদস্যরা। ছবির তিনটি দৃশ্য বাদ দেওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন তারা। সেসব দৃশ্য বাদ দিয়ে জমা দিলে তবেই ছবিটির ছাড়পত্র দেওয়া হবে। গতকাল এমন কথাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুমিনুল হক। আবার ছবির নায়ক শাকিব খান জানান, ছবির কাজ বাকি। তিনি বলেন, ‘কাজ শেষ করার আগে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে ছবি জমা দেওয়ার মানে কী? আবার সেটি নাকি সেন্সরও পেয়েছে! বিষয়টা আমার কাছে মোটেও পরিষ্কার না।’ তবে এবার ঈদে শাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি দিচ্ছে ‘পাসওয়ার্ড’। ছবির সংলাপ অংশের কাজ শেষ হলেও গানের শুটিং বাকি আছে। শাকিব বলেন, ‘এখন চলচ্চিত্রে যে অবস্থা তাতে সবাই চায় ঈদে ছবি মুক্তি দিতে। তা হলে লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়া যায়। রোজার ঈদের জন্য ছবিটি নির্মাণ করছি। কয়েক দিনের মধ্যেই দেশের বাইরে গানের শুটিং করা হবে। আগামী মাসের শেষ দিকে সেন্সর বোর্ডে জমা দিতে পারব।’ গত বছর রোজার ঈদেও মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘বেপরোয়া’। যদিও ছবিটি তখন মাত্র একটি হলে মুক্তি পেয়েছিল। এবার বড় পরিসরে মুক্তি বিষয়টি নিশ্চিত করেছেন জাজের প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘বড় পরিসরে ছবি মুক্তি দেওয়ার জন্য ভালো সময়ের অপেক্ষায় ছিলাম আমরা। আর চলচ্চিত্রের জন্য ঈদের চেয়ে ভালো সময় আর হয় না। আমাদের ছবিটি গেলো বছর একটিমাত্র হলে মুক্তি পেয়েছিল। যে কারণে অধিকাংশ দর্শকই ছবিটি দেখার সুযোগ পাননি। সেজন্য আসছে ঈদে ছবিটি বড় পরিসরে মুক্তি দিতে চাই আমরা।’ কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ববি হক। ‘প্রেমচোর’ ছবির শুটিং শেষ হলেও এখনো সেন্সর বোর্ডে জমা হয়নি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘ঈদই এখন আমাদের একমাত্র ভরসা। তাই ঈদের জন্য ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির কিছু কাজ বাকি আছে। শেষ করে সেন্সর বোর্ডে জমা দেব।’ এ দিকে ঈদের মুক্তির জন্য চূড়ান্ত ঘোষণা আসেনি শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’, মাহিয়া মাহির ‘অবতার’ এবং জয়া আহসানের ‘বিউটি সার্কাস’ ছবির। তবে ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই জানিয়েছেÑ রোজার ঈদে মুক্তি পেতে পারে ছবিগুলো। ঈদ উপলক্ষে ব্যবসায়িক লাভের আশায় আছেন সিনেমা হল মালিকরা। প্রদর্শক সমিতির সভাপতি ও প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রতিবছরই ছবি নির্মাণ কমে যাচ্ছে। যা-ও তৈরি হচ্ছে, বেশির ভাগ ছবিই মানসম্মত না। দর্শক দেখছেন না ছবিগুলো।‘দেবী’, ‘স্বপ্নজাল’, ‘পোড়ামন-২’ কিংবা ‘দহন’সহ শাকিব খানের কিছু ছবি দিয়ে তো সারা বছর হল চলবে না। তাই আমরা সবাই তাকিয়ে আছি ঈদের ছবির দিকে। কারণ প্রযোজকরা ঈদে ভালো গল্পের, নির্মাণের ছবিগুলো মুক্তি দিতে চায়। এখন দেখা যাক এই ঈদে কী হয়। যদি ভালো কিছু না হয়Ñ তবে আগামী এক বছরে হলের সংখ্যা ১০০-এর নিচে চলে যেতে পারে।’