সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকিপূর্ণ এসব জরাজীর্ণ ভবনে পাঠদান বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়গুলো হলো শালিখা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থানীয় উদ্যোগে কিছু স্কুলে বিকল্প পাঠদানের ব্যবস্থা হলেও অধিকাংশটিতে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছিল। তাই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পাঠদান বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ প্রসঙ্গে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন পুনঃনির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ভবন পুনঃনির্মাণের জন্য অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। বাকি বিদ্যালয়ে আগামী অর্থবছরে ভবন পুনঃনির্মাণ করা হবে। এসব ভবন পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে কোনো ক্রমেই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করার নির্দেশনা জারি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...