সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র আকিকুর রহমান অনিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে স্থানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। গতকাল শুক্রবার পানিতে ডুবে নিখোঁজ হন অনিক। তিনি সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাধাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অনিক ও তার আট বন্ধু গতকাল শুক্রবার সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামেন তারা। সাঁতার না জানায় অনিক পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি। ঘটনার পরদিন আজ শনিবার স্থানীয় ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...