ময়নাতদন্তের সময় লাশের পেটে মিলল ১১ প্যাকেট ইয়াবা

ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এক ব্যক্তির ময়নাতদন্তের সময় ১১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে-পাচারের জন্য তিনি পেটে এসব ইয়াবা বহন করছিলেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে লাশটির ময়নাতদন্তের সময় এসব ইয়াবা পাওয়া যায়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মতিঝিল থানার পুলিশ ঢামেক হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই ব্যক্তির নাম জুলহাস (৩৫)। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের সময় এক যুবকের পেট থেকে ১১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। প্রত্যেকটিতে ২০ থেকে ২৫টি করে ইয়াবা ছিল। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাটি হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে। ওসি আরও জানান, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মতিঝিলের বিশ্বাস টাওয়ারের সামনে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এরপর অসুস্থ ওই ব্যক্তিকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা পর বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে লাশটি ময়নাতদন্তের জন্য গতকাল সন্ধ্যায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তবে জুলহাস মাদক ব্যবসায়ী ছিলেন। পাচারের উদ্দেশে হয়তো তিনি এসব ইয়াবা পেটে বহন করছিলেন বলে সন্দেহ প্রকাশ করছেন পুলিশের এই কর্মকর্তা।