শ্রীলঙ্কার বাত্তিকালোয়া শহরে নিরাপত্তাবাহিনী সঙ্গে অস্ত্রধারী গ্রুপের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারী গ্রুপের ভয়াবহ গোলাগুলি শুরু হয়। বাত্তিকালোয়া শহরের আমপারা এলাকায় এই সংঘর্ষ হয়। আজ শনিবার সকালে এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত ১৫ লাশের মধ্যে ছয় জন শিশু ছিল বলে খবরে বলা হয়েছে। দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ওই সংঘর্ষে অস্ত্রধারী ও বেসামরিক লোক নিহত হয়েছে। গত রোববার ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও হোটলসহ আটটি স্থানে আত্মঘাতী হামলায় ২৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি। এদিকে এ হামলার ঘটনায় দেশজুড়ে আন্তর্জাতিক তদন্ত চলছে। যেখানে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের এফবিআইসহ ছয়টি বিদেশি পুলিশ সংস্থা এবং ইন্টারপোল স্থানীয় পুলিশকে সাহায্য করছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...