ফুটবল মাঠে কড়া ট্যাকলের শিকার হয়ে বেশ কয়েকবারই ইনজুরিতে পড়তে হয়েছে ব্রাজিলিয়ার তারকা নেইমারকে। তবে সমালোচনা পিছু ছাড়ে না নেইমারের। ইনজুরিতে পড়লেও তাকেই সমালোচনা সহ্য করতে হয় বলে মনে করে প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা। নিজের খেলার ধরনের কারণেই হয়তো বাজে ট্যাকলের শিকার হতে হয় নেইমারকে। তবে যারা নেইমারের খেলার ধরন পছন্দ করেন না, শুধু বলে লাথি মারা দেখতে চান, তাদের ফুটবল না দেখে মার্শাল আর্ট দেখতে বলেছেন নেইমার। এ সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমার খেলার ধরনে প্রতিপক্ষের ফুটবলাররা নিজেদের ধৈর্য ধরে রাখতে পারে না। তবে আমি আমার খেলার ধরনটা উপভোগ করি।’ সমালোচনার ক্ষেত্রে নেইমার বলেন, ‘যারা নিজেদের মেজাজ হারিয়ে ফাউল করে, তাদের পক্ষেই সবাইকে কথা বলতে দেখা যায়। ইনজুরির পরেও আমাকেই প্রশ্নবিদ্ধ করা হয়। আমি ড্রিবল করতে পছন্দ করি। আমি নান্দনিকভাবে খেলতে চাই। আমি চাই যারা আমার খেলা দেখতে আসে তাদের জন্য খেলাটা উপভোগ্য করতে। যারা শুধু বলে লাথি মারা দেখতে চান, তারা মার্শাল আর্ট দেখলেই পারেন।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...