চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কাকৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চাঁদপুরের হাজিগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়।  আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহতদের মধ্যে তিন পুরুষ, এক নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।