হাতির পিঠে চড়ে নুসরাত-যশ কটাক্ষের শিকার

Nusrat Jos dtvbd darpan tv bd darpan news bd

টলিউডের সবচেয়ে আলোচিত সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান। বর্তমানে স্বামী অভিনেতা যশের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তিনি।

কখনো ফ্রেমবন্দি হয়েছেন সৈকতে, কখনো বাঘের পাশে আবার কখনো হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন এই জুটি। কিন্তু সম্প্রতি আবারও তার হাতির পিঠে ওঠা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা তাদেরকে কটাক্ষ করে মন্তব্য করছেন।

একটি ছবিতে দেখা যায়— নুসরাত-যশ রঙ মিলিয়ে পোশাক পরেছেন। হাতির পিঠে বসে আছেন তারা। তাদের চোখ-মুখে আনন্দের ঢেউ। আর এতেই খেপেছেন পশুপ্রেমীরা।

আরও পড়ুনঃ ভিকির সাথে ক্যাটরিনার প্রেম হলো যেভাবে

একজন লিখেছেন, ‘এটা সমর্থন করতে পারি না। এই প্রাণীর সঙ্গে আপনাদের এমন একটি ছবি আশা করিনি। আপনাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।’

আরেকজন লিখেছেন, ‘আপনারা কুকুর ভালোবাসেন, আপনাদের পশুপ্রেমী হিসেবে দেখি। আর সেই আপনারা পশুর সঙ্গে এভাবে আনন্দ করছেন!’

আরেকজন লিখেছেন, ‘হাতির সঙ্গে এটি নির্মম আচরণ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

দর্পন টিভি/জেএ