সম্পতি বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের গ্রেফতারের দাবি জানান নেটিজেনরা।
জানা গেছে, আগামী ২৩শে সেপ্টেম্বর টেক্সাসের হাউজটনে জুবিনের একটি কনসার্ট হওয়ার কথা। আর সেই কনসার্টের আয়োজন করেছেন জয় সিং নামের এক ব্যক্তি। সেই ব্যাক্তি গত ৩০ বছর ধরে পলাতক। ভারতের চণ্ডিগড় পুলিশের পক্ষ থেকে তাকে ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় রাখা হয়েছে।
আরও পড়ুনঃ রণবীর কাপুরের মা সাবেক প্রেমিকা দিপীকা!
সেই পলাতক ব্যাক্তির কনসার্টে অংশ নিতে যাওয়ায় জুবিনকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন নেটিজেনরা।
দর্পন টিভি/জেএ