ব্যাপকভাবে ডেঙ্গু ও অন্য মহামারির প্রাদুর্ভাব আক্রান্ত করছে পাকিস্তানকে। তবে এরমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ডেঙ্গু। এমনকি দেশটির অনেক এলাকায় জ্বর কমানোর ওষুধের সংকট দেখা দিয়েছে।
জিও নিউজের এক খবরে বলা হয়েছে, প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এতে চারদিকে সবার মধ্যে আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পখতুনখাওয়া ও বেলুচিস্তানে।
আরও পড়ুন: দুইদিনে ব্রহ্মাস্ত্রের আয় ১৬০ কোটি রুপি
গত ২৪ ঘন্টায় বন্দর নগরী করাচিতে আরও একজন মারা গেছেন। সেখানে কমপক্ষে ২ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। করাচিতে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগিদের জন্য যে ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়েছে, তা রোগিতে ভরপুর। পাঞ্জাবে এ রোগে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই প্রদেশে ডেঙ্গুতে মারা গেছেন ৪ জন। সিন্ধু প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৬২১।
দর্পন টিভি/জেএ