পাপুয়া নিউগিনিতে রোববার (১১ সেপ্টেম্বর) ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচজন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন ও স্থাপনা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, দ্বীপরাষ্ট্রের পূর্বাঞ্চলে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাইনান্তু শহর। ভূভাগের ৬১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস।
আরও পড়ুন: ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের দুটি রাজ্য
পার্লামেন্টের বিবৃতিতে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২ জন। হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর আহত ৪ জনকে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। এদিকে ভয়াবহ কম্পনে অঞ্চলটির খনিতে মাটিচাপা পড়ে মারা যান তিন শ্রমিক। সুনামির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে সিরিজ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হাবিয়েছেন দেড় শতাধিক মানুষ।
দর্পন টিভি/জেএ