সম্প্রতি মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ এর আলোচনা শুরু হতে না হতেই আরও নতুন এক গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই ব্রহ্মাস্ত্র-২ এর ঘোষণা দেবেন পরিচালক অয়ন মুখার্জি। এতে থাকবেন দিপীকা পাডুকন। আর এখানে তার চরিত্র হতে পারে রণবীর কাপুরের মা হিসেবে! খবর বলিউড লাইফের।
শোনা যাচ্ছে, জলদেবীর রূপে ব্রহ্মাস্ত্রের সিক্যুয়েলে অভিনয় করতে পারেন দিপীকা। শুধু দিপীকা নন, ব্রহ্মাস্ত্র-২ এ হৃত্বিক রোশন এবং রণবীর সিং থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরও পড়ুন: দুইদিনে ব্রহ্মাস্ত্রের আয় ১৬০ কোটি রুপি
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। মুক্তির আগেই আলোচনায় এসেছিল ছবিটি। এরপর বিতর্ক আর প্রশংসা মিলে পুরো বলিউডে আলোড়ন সৃষ্টি করে ব্রহ্মাস্ত্র।
দর্পন টিভি/জেএ