পরীমনি মানেই নতুন নতুন সব খবর। তবে এখন পরীর সব খবর যেন ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। এইকো ছেলে রাজ্যর বয়স এক মাস পূর্ণ হয়েছে। আর সেটা উদযাপন করতে ভুলেনি অভিনেতা দম্পতি রাজ-পরী।
ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে তারা। তারই প্রমাণ মিলে পরীর ফেসবুকে। পরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।
আরও পড়ুন: চাঁদপুরে ১০০০ লিটার চোরাই ডিজেল জব্দ
পরী আরও লিখেন, ‘এক কথায় অসাধারণ দিন কাটছে। আমার বাজানকে নিয়েই তো এখন আমাদের সব কিছু। রাজ-রাজ্যকে নিয়ে দারুণ সময় যাচ্ছে। স্বপ্নের মতো জীবন কাটাচ্ছি। সবাই রাজ্য ও আমাদের জন্য দোয়া করবেন। রাজ্যের জন্মের পর থেকে ছবিগুলো সংগ্রহ করছি। সবগুলো ছবি দিয়ে অ্যালবাম করবো।’
গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাজ্যের জন্ম দেন পরীমনি।
দর্পন টিভি/জেএ