কক্সবাজারের রামুতে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে রামু উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব ভেজাল সার জব্দ করা হয়। রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দীকি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকজন কৃষকের অভিযোগে রামু চৌমুহনীর বিসিআইসির ডিলার সিরাজুল হকের গুদামে অভিযান চালানো হয়। এসময় সারের মান যাছাই করে মাটিযুক্ত ভেজাল দানাদার জৈব সারকে টিএসপি সার বানিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে সিরাজুলের গুদাম থেকে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। পরে দুপুরে এসব ভেজাল সার নষ্ট করা হয়।
আরও পড়ুন: জামালপুরের মাদরাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডিলার সিরাজুল হক দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল সার বিক্রি করে আসছিল। এ বিষয়ে জানতে অভিযুক্তের মুঠোফোনে একাধিক বার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
দর্পন টিভি/জেএ