জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে দরবারে খাজা গরিবে নেওয়াজ হাফিজিয়া ও ক্যাডেট মাদরাসার পঞ্চম শ্রেণিকক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা বিকেলে ওই মাদরাসার কক্ষে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, পীর নাসির উল্লাহ শাহীনের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: ভারতের মেঘালয়ে স্বর্ণেরবারসহ বাংলাদেশি গ্রেফতার
বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহাম্মেদ বলেন, ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দর্পন টিভি/জেএ