ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে ১৭ লাখ রুপির স্বর্ণেরবারসহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ৬২ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
ভারতীয় পুলিশ জানায়, মো. হাসান আলী নামে ওই বাংলাদেশিকে ডাউকি সমন্বিত চেকপোস্টের কাছ থেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ মুখপাত্র রাজ সিং কাটারিয়া বলেন, হাসান আলী সিলেটের মহাজনপট্টি থেকে ৩টি সোনার বার নিয়ে আসামের গুয়াহাটিতে যাচ্ছিলেন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার দেখিয়েছি।
প্রসঙ্গত, মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ৪৪৩ কিলোমিটারের সীমান্তের বেশিরভাগই কাঁটাতারের বেষ্টনীবিহীন।
দর্পন টিভি/জেএ