রাজধানীর আফতাবনগর এলাকা থেকে ৩৫হাজার ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন-মো. জহিরুল ইসলাম ও মো. বেলাল উদ্দিন মৃধা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বিপিএম, পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গুলশান বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফার সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আফতাবনগর ইস্টার্ন হাউজিং এর প্রবেশ গেইটে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ মো. জহিরুলকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।
আরও পড়ুন:রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জহিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের লোহার ব্রীজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৩৩০০০ পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন মৃধাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।
দর্পন টিভি/জেএ