চীনের চাংশা শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে এবং বেশ কয়েকটি তলায় আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: হাতিয়ায় এক নৌকায় মিলল ১৩০ মণ ইলিশ
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই ভবনটিতে চীনের সরকারি টেলিকমিউনিকেশন্স কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভবনটির একাধিক তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে ও কালো ধোঁয়া বের হচ্ছে।
দর্পন নিউজ/জেএ