কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা আবার পড়েছে ১১ ফুট দৈর্ঘ্য ও দেড়ফুট প্রস্থের পাখি মাছ বা সেইল ফিস। মাছটির ওজন ১শ ৮৫ কেজি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় জাহাঙ্গীর মাঝি নামের একজন জেলের জালে মাছটি ধরা পড়ে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজ (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে যান জাহাঙ্গীর মাঝি। উপকূলীয় এলাকায় এ মাছের তেমন চাহিদা না থাকায় মাছটি মাত্র ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।
প্রসঙ্গত, গত বছর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক পাখি মাছ ধরা পড়েছিল।
দর্পন নিউজ/জেএ