বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে অথোয়াইং তংচঙ্গ্যা (২২) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অথোয়াইং গরু আনতে তুমব্রু সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছাকাছি গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাতে সন্তান প্রসব করে সকালে এসএসসি পরীক্ষা দিল কিশোরী
আঘাত গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের আপাতত সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।’
দর্পন নিউজ/জেএ