ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা এরশাদ হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮, মামলা ২৯
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার তার ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই প্রথমে তাকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।
দর্পন নিউজ/জেএ