ভারতে বিশ্বকর্মা পূজার কারণে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেবেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার পূজার ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় কার্যক্রম চলবে।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, পূজার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দর্পন টিভি/জেএ