সিলেটের জৈন্তাপুরে বালু ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও কাপড়সহ এক ট্রাকচালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি নম্বরবিহীন ট্রাক থেকে তাকে আটক করা হয়। আটক ট্রাকচালক রাহেল জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারের পাকড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে পুলিশ। এসময় বালু ভর্তি ট্রাকে বিশেষ কৌশলে রাখা পলিথিনে মোড়ানো ৪২ কার্টনে ভারতীয় কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়।
আরও পড়ুন: গলায় কই মাছ আটকে প্রাণ গেলো কৃষকের
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো. আব্দুল করিম বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশ তৎপর রয়েছে। এর অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ চোরাচালান বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দর্পন টিভি/জেএ