ভোলার পৌর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করার পর পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ডের সদস্যারা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি কুরিয়ার সার্ভিস থেকে এসব জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা।
জেলায় এত বড় কোনো অবৈধ জালের চালান জব্দ এটাই প্রথম। তবে জালের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
আরও পড়ুন: বাংলাদেশে মিয়ানমারের গোলায় রোহিঙ্গা যুবক নিহত
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম জেলা শহরের তিনখাম্বা এলাকায় অভিযান চালায়। এসময় ওই অফিসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দর্পন টিভি/জেএ