গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নিতে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন:পোস্টারে লেখা ‘প্লে বয় চাই’
তিনি বলেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেলের রেসপিরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুজন চিকিৎসককেও রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপর তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার ব্লাড টেস্টে প্লাটিলেটও কম দেখা গেছে। সেই রিপোর্টগুলো আজকে বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে। এ রকম দুর্ঘটনায় দগ্ধদের মাল্টি অরগানে সমস্যা হয়। কাজেই কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না।
দর্পন নিউজ/জেএ