জাপানের কিয়ুশুর দক্ষিণাংশের দ্বীপপুঞ্জ এলাকায় ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন নানমাদল। রোববার (১৮ সেপ্টেম্বর) উপকূলে আছড়ে পড়তে পারে এটি। তাই স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। টাইফুন নানমাদল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:মানুষের চরিত্র ঠিক করতে হবে: খন্দকার আনোয়ারুল
এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। এছাড়া, খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে।
২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
দর্পন নিউজ/জেএ