সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌরসভার বাগানবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শান্তিকুঞ্জ মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন:বিকেলে মহানগরসহ সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
পরে শান্তিকুঞ্জ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, জেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্যসচিব এমএ বাতেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দর্পন নিউজ/জেএ