ভারতের উত্তরাখণ্ডের কোতদ্বারে বাসস্ট্যান্ড, রেলস্টেশন থেকে রাস্তার অলিগলিতে লাগানো পোস্টারে লেখা রয়েছে, ‘প্লে বয় চাই’।
পোস্টারের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ‘প্লে বয়’-এর কাজের জন্য পোস্টারে লেখা রয়েছে, ‘প্রতিদিনি ৫ থেকে ১০ হাজার টাকা রোজগার করতে পুরুষরা এসকর্ট কোম্পানিতে যোগ দিন।’
এই পোস্টারে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। তবে কে বা কারা এই পোস্টার দিলেন, তা নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস
একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘পোস্টারের ব্যাপারে স্থানীয়রা প্রথমে খবর দেন। পোস্টারে থাকা ফোন নম্বরে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ ছিল। লোকেশন যাচাই করে দেখা গেছে, দিল্লি ও হরিয়ানার সীমানায় ওই ফোন নম্বরের হদিস পাওয়া গেছে।’
পুলিশ সূত্রে খবর, যেসব এলাকায় তরুণ প্রজন্মের সংখ্যা বেশি, সেখানেই পোস্টারগুলো দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার
দর্পন নিউজ/জেএ