গত শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামের ফেনী জেলায় সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে দেশের সর্বোনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই জেলায়।
রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল
তিনি আরও বলেন, আজকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় রোববার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
দর্পন নিউজ/জেএ