বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:মানুষের চরিত্র ঠিক করতে হবে: খন্দকার আনোয়ারুল
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানান রিজভী।
বিএনপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে যুবদলের এক কর্মীর মৃত্যু হয়। এরপর থেকেই বিএনপির কর্মসূচিতে হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দলটি।
দর্পন নিউজ/জেএ