মানুষ হারাম খেলে, চুরি করলে উন্নয়ন করা সম্ভব না। ১৯৭৩ সালে জাপান বিশ্বে অনেস্ট কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করে৷ মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কোনো কাজ হবে না। এমনটাই বলেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত সুশাসন নিশ্চত করণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস
তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ গবেষণা করে ঠিক করেছে দুর্নীতি দূর করতে চরিত্র ঠিক করতে হবে। বড় বড় পণ্ডিত হার্ভার্ড, কেমব্রিজের সঙ্গে বসে ঠিক করেছে গুড গভর্নেন্স না করলে উন্নয়ন সম্ভব না। গুড গভর্নেন্স ঠিক করতে হলে মানুষের চরিত্র ঠিক করতে হবে।
তিনি আরও বলেন, যখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কোনো বৈদেশিক ঋণ চুক্তি করে তখন তারা চুক্তির শর্তগুলো ঠিকমত পর্যালোচনা করে না। ফলে তা পরবর্তীতে বাস্তবায়ন করতে গিয়ে গলার ফাঁসের মতো হয়ে যায়।
দর্পন নিউজ/জেএ