দুর্ঘটনা কবলিত নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারের পর সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকা ময়মনসিংহ- চট্টগ্রাম-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন:
ময়মনসিংহ রেলওয়ে লোকো শেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ২ ঘণ্টার চেষ্টায় নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে। এরপর ১২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় আটকে থাকা ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।
দর্পন নিউজ/জেএ