না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা শাফায়েত মনসুর আজ সকালে তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।’
আরও পড়ুন: নেপালকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘অপর্ণার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝর্ণা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। শনিবার ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮টায় অপর্ণা ঘোষের মা মারা গেছেন।
অভিনেত্রী মনিরা মিঠু শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্টে লিখেন, ‘আমাদের প্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আজ সকালে পরপারে চলে গেছেন। মায়ের আত্মার শান্তি হোক। কিডনি ফেইলিউর হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’
দর্পন টিভি/জেএ