তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত হামলা হলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিবিএস সিক্সটি মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, চীন তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত হামলা চালালে মার্কিন বাহিনী তাদের রক্ষা করবে।
আরও পড়ুন: নেপালকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ইউক্রেনের মতো তাইওয়ানের পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন ‘হ্যাঁ’। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিরি পরিবর্তন হবে না।
তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কৌশলগত অবস্থান নিয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, তাইওয়ানের প্রতি মার্কিন নীতি পরিবর্তন হয়নি।
দর্পন টিভি/জেএ