অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে ইতিহাস গড়লো বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামকে স্তব্ধ করে ৩-১ গোলে বিজয়ী হলো সাবিনা খাতুনের দল।
সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে নিজেদের করে নেয় শিরোপা।
১০ মিনিটে ফুলব্যাক সিরাত জাহানের মাঠ ছাড়া শাপেবর হয়েছে বাঘিনীদের জন্য। তার বদলে নামা ফরোয়ার্ড শামসুন নাহার জুনিয়র ৩ মিনিট পরই মনিকা চাকমার ক্রসে বল নেপালের জালে পাঠান। টুর্নামেন্টে এটিই নেপালের জালে প্রথম গোল।
আরও পড়ুন:সাবেক তিন প্রধানমন্ত্রীর চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছেন ইমরান খান
এরপর ৪২ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। সেই বল বাঁ পায়ের শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার। ৬৯ মিনিটে আনিতা বাসেতের গোলে ব্যবধান কমায় নেপাল। ৭৬ মিনিটে কৃষ্ণা রানি সরকারের আরো এক গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ফলে ৩-১ গোলে জয় পায় মনিকারা।
দর্পন টিভি/জেএ