রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ হেলাল উদ্দিন ও সালাউদ্দিন ওরফে মিঠু নামের দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।
আরও পড়ুন: রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেন্সিডিলসহ হেলাল ও মিঠুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ভাটারা এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
দর্পন টিভি/জেএ