খুলনা শহরের হরিণটানা থানায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাংগা মোড়ে বাসচাপায় বেল্লাল হোসেন (২৫) ও হাফেজ শরিফুল ইসলাম (২৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে টুংগীপাড়া এক্সপ্রেস বাস খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। দুই আরোহীসহ মোটরসাইকেলটি রাজবাদ এলাকা থেকে মেইন রোডে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলে মারা যান।
আরও পড়ুন: নেপালকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ঘটনার পর এলাকাবাসী প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন।
দর্পন টিভি/জেএ