যুক্তরাষ্ট্রের পুয়ের্তা রিকো দ্বীপে শক্তিশালী হারিকেন ফিওনা আঘাত হেনেছে। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপটির অন্তত ৩৩ লাখ মানুষ। বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল।
রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দ্বীপটিতে আঘাত হানে শক্তিশালী হারিকেন ফিওনা। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ মাইল।
দেশটির আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, হারিকেন ফিওনার উৎপত্তিস্থল পুয়ের্তো রিকোর পশ্চিম উপকূলে মায়াগুজের ১৫ মাইল দক্ষিণে। হারিকেনের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দ্বীপটি।
আরও পড়ুন: নেপালকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
হারিকেনের কারণে দ্বীপটিতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তাদের মতে, ফিওনার প্রভাবে ১২-১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এমনকি দ্বীপের পূর্ব ও দক্ষিণাঞ্চলজুড়ে হতে পারে বৃষ্টিও। হারিকেনের তাণ্ডবে এরই মধ্যে বাতিল করা হয়েছে ফ্লাইট। বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। ক্ষয়ক্ষতি কমাতে সোমবার পর্যন্ত সরকারি স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নাগাদ হারিকেন ফিওনা ডোমিনিক প্রজাতন্ত্রে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দর্পন টিভি/জেএ