বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি বর্তমানে কাশ্মীরে ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার শুটিং করছেন।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, কাশ্মীরে হামলার শিকার হয়েছেন হাশমি। স্থানীয় একটি মার্কেটের কাছে তাকে পাথর ছোড়া হয়েছে। এতে আহত হয়েছেন তিনি। এমনকি এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের হয়েছে।
আরও পড়ুন: সারাবিশ্বে প্রতি ৪ সেকেন্ডে ১ জন ক্ষুধায় মারা যাচ্ছে
তবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে গুঞ্জনটি উড়িয়ে দিয়ে ইমরান হাশমি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষ খুবই ভালো ও আন্তরিক। শ্রীনগর ও পাহালগামে শুটিং করা খুবই আনন্দের। পাথর ছুড়ে আমাকে আহত করার খবর সত্য নয়।’
জানা গেছে, ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় একজন আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ইমরান হাশমি। এতে আরো অভিনয় করছেন সাই তামহাঙ্কার, জয়া হুসাইন প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন তেজাস দেস্কার।
দর্পন টিভি/জেএ