ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ৪০১১ নম্বর কক্ষ থেকে অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাবির জগন্নাথ হল থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: কাশ্মীরে ইমরান হাশমিকে পাথর নিক্ষেপ!
জানা গেছে, অমিত সরকার লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। সোমবার পড়া শেষে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েন অমিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘুমাতে দেখে বন্ধুরা তাকে ডাকাডাকি থাকেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে কয়েকজন মিলে অমিতকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দর্পন টিভি/জেএ