সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬১৪ জন। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২.৭৩ শতাংশ।
এর আগেরদিন (১৯ সেপ্টেম্বর) ৬০১ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিল ১১.৬০ শতাংশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন। মোট শনাক্তের হার ১৩.৬১ শতাংশ।
আরও পড়ুন: রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে নিয়ে ইভ্যালির নতুন কমিটি
২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৩ জন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।
দর্পন টিভি/জেএ