কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবচরে নৌকাবাইচ দেখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে মানুষের ভিড়ে দুটি নৌকাডুবে নিখোঁজ ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকাডুবে ৩জন নিখোঁজ হয়।
আরও পড়ুন: রামেকে করোনায় একজনের মৃত্যু
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় শামীম ও পাশের ময়মনসিংহের পাগলা থানার ইয়াসিন এবং শিশু সিফাতও নৌকা বাইচ দেখতে এসেছিল। নৌকাবাইচ শেষে মানুষের ভিড়ে দুটি নৌকাডু্বির ঘটনা ঘটে। এর একটিতে কারো কোনো ক্ষতি হয়নি। অন্য নৌকার প্রথমে দুজনের নিখোঁজের সংবাদ এলেও এ সংখ্যা বেড়ে এখন নিখোঁজ তিনজন।
দর্পন নিউজ/জেএ