সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেটের (এটুআই) উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহকে সিএমএসএমই ওয়ান স্টপ সেবাকেন্দ্র (সার্ভিস পয়েন্ট) হিসেবে স্থাপন এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার দুদিনব্যাপী এ কর্মশালা ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সৌদি আরবে হিমায়িত মাছের বাজার হারাচ্ছে বাংলাদেশ
কর্মশালার প্রথম দিনে ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা বিজনেস ডকুমেন্টেশন ও ইনফরমেশন সার্ভিস এবং মার্কেট লিংকেজ ও বিজনেস প্রোফাইল বিষয়ে দুটি সেশন পরিচালনা করেন। এছাড়া ডিজিটাল ভিলেজ বুথ (ফিন্যান্সিয়াল সার্ভিস) বিষয়ে সেশন পরিচালনা করেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান।
বুধবার দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক পরামর্শ, বাজার সংযোগকরণ, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল সেবা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সেবা প্রদান বিষয়ে সেশন হয়েছে।
দর্পন টিভি/জেএ