টালিউডের গণ্ডি পেরিয়ে বলিউড মাতাচ্ছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, তনুশ্রীর কিডনিতে সংক্রমণ ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।
জানা গেছে, ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তনুশ্রীকে। বর্তমানে কিছুটা সুস্থ থাকলেও এখনও পুরোপুরি উঠে বসতে পারছেন না তিনি। যদিও নিজের অসুস্থতা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী।
আরও পড়ুন: ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০
২০১০ সালে তনুশ্রী ‘বন্ধু এসো তুমি’ নামে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক ছবিতেই নজর কেড়েছেন এ অভিনেত্রী।
তনুশ্রীর হাতে এখন একাধিক কাজ। অঞ্জন দত্তের সঙ্গে ছবি করছেন তনুশ্রী। গুঞ্জন টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডেও পা রাখবেন তিনি। কাজ করবেন সানি দেওলের সঙ্গে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে বলেননি এ অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস
দর্পন টিভি/জেএ