এবার সিনিয়র সচিব আখতার হোসেন বাধ্যতামূলক অবসরে

akhter hossain dtvbd darpan tv bd darpan news bd

এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসর পরবর্তী ছুটি মঞ্জুর করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এই ছুটি পাবেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

এছাড়া বিধি অনুসারে অবসর ও অবসরপরবর্তী ছুটিকালীন সব সুবিধা তাকে দেওয়া হবে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

দর্পন টিভি/জেএ